Main Menu

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে সরকার: বিটিআরসি

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যবহারকারীদের সুবিধার জন্য ইন্টারনেটের দাম কমাতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান এমদাদ-উল বারী।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক বৈঠকে তিনি এ কথা জানান।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‌ডিজিটাল সেবা সম্প্রসারণে ইন্টারনেটের দাম কম হওয়া উচিত, যা নিয়ে কাজ করছে বিটিআরসি। বিটিআরসির অনেক ক্ষমতা হ্রাস পেয়েছে। সেগুলো পুনরুদ্ধারে কাজ করা হবে। সেই সঙ্গে আগামীতে অধিকসংখ্যক লাইসেন্স আর দেওয়া হবে না। বরং টেকসই লাইসেন্স দিতে কাজ করা হবে। আমরা এখন ভয়েস ফ্রেন্ডলি থেকে ডেটা ফেন্ডলিতে যাব।

তিনি বলেন, মোবাইল অপারেটরেরা সব টাওয়ার কোম্পানিগুলোকে দিয়ে দিতে চাইছে। আবার অপারেটরেরা যদি সাশ্রয়ী দামে ফাইবারের সেবা নিতে চায়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, কখনোই ইন্টারনেট বন্ধ হওয়া উচিত নয়। টেলিকম খাতে কাউকে দানব হতে দেওয়া হবে না। যারা চেষ্টা করবে, প্রয়োজনে পাখা কেটে দেওয়া হবে। আজকের দিনে ইন্টারনেট মৌলিক অধিকার আইন হওয়া উচিত।

Share





Related News

Comments are Closed