সিলেটে ছাত্রশিবিরের সীরাতুন্নবী (স.) আলোচনা সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীরাতুন্নবী (স.) উপলক্ষে এক আলোচনা সভা করেছে ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
বুধবার (৯ অক্টোবর) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে (কেমুসাস) এ আলোচনা সভা করা হয়।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপত্বিতে ও সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা লুৎফুর রহমান হুমায়দী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ইউনিভার্সাল কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ।
প্রধান অতিথির ব্যক্তব্যে মাওলনা লুৎফুর রহমান হুমায়দী বলেন, অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে আলোকিত করে রাসুল সা. যে দাওয়াত দিয়ে এমন এক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজ মানবতার মুক্তি এবং স্বাধীনতা নিশ্চিত করেছিলো, সেই রহমত নিয়ে আমরা মানুষের সামনে ইসলামের দাওয়াত পৌছে দিবো। তিনি বলেন, রাসুল সা. দাওয়াতের প্রথম দিন থেকেই চরম প্রতিকূলতা মুকাবেলা করে রহমত দিয়ে মানুষের সামনে উপস্থাপিত হয়েছিলেন।
তিনি আরো বলেন, আল্লাহ তায়া’লা রাসুল সা. কে দুনিয়া বাসীর সামনে সর্বাধিক প্রশংসিত এবং সর্বোত্তম আদর্শ হিসেবে প্রেরণ করেছেন।
বিশেষ অতিথির বক্তব্য অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, রাসুল সা.-এর আদর্শে, জীবনে, আন্দোলনে, দাওয়াতে কোন কট্ররপন্থা ছিলো না, উগ্রতা ছিল না।
তিনি বলেন, রাসুল সা. এর মধ্যে এত অসংখ্য মানবিক গুণের সমাহার ছিলো যা বর্ননা করে শেষ করার মত না। তিনি আরও বলেন,বর্তমান যুব সমাজের সামনে রাসুল সা. এর অসংখ্য গুণাবলীর মধ্য সমসাময়িক সময়ের প্রয়োজনে দশটি গুণাবলী বর্ননা করেন এবং তা নিজেদের জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, আজকের এই প্রেক্ষাপটে আমরা দেখি পথহারা, দিশেহারা মানুষগুলো এবং মুসলমানদের পরাজয় ও গ্লানির কারন যদি আমরা সাহাবায়ে কেরামের খেলাফতের কাল থেকে আজ পর্যন্ত দুনিয়ার বিভিন্ন দেশে যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই এর মূল কারণ আল্লাহর রাসুল সা. এর আদর্শ থেকে সরে যাওয়া, আদর্শ কে ভুলে যাওয়া, কোরআন থেকে দূরে সরে যাওয়া। তিনি আরো বলেন, আশার দিক হলো পৃথিবীর প্রান্তে প্রান্তে এখন হাজারো লক্ষ যুবক রাসুল সা. এর ভালবাসায় উজ্জীবিত হয়ে একটি সমৃদ্ধ সমাজ গড়ার প্রয়াস চাল্লাছে।
আলোচনা সভায় সিলেট মহানগর শাখার নেতাকর্মীসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাছ ব্যবসায়ীদের হামলায় এক কিশোর নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যাRead More
ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা, সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের প্রতিবাদেRead More
Comments are Closed