যুদ্ধ পরিস্থিতিতে লেবানন প্রবাসীদের জন্য জরুরি সেবা চালু

বৈশাখী নিউজ ডেস্ক: যুদ্ধ পরিস্থিতিতে লেবানন প্রবাসীদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা চালু করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
সোমবার (৭ অক্টোবর) দূতাবাসের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে যারা বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র বা আবাসস্থলসমূহে অবস্থান করছেন, তাদের এই সংকটময় সময়ে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য নিম্নলিখিত নম্বরে (সোমবার থেকে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হলো।
লেবানিজ রেডক্রস নম্বর (শুধুমাত্র অ্যাম্বুলেন্স সহায়তার জন্য)- ১৪০
প্রাথমিক স্বাস্থ্য সেবা গ্রহণের জন্য নম্বর- ৭০১২৮৭৯৩
প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্রে পরিবহনের জন্য নম্বর- ৮১৯৫৬৫৬২
যুদ্ধে আহত হয়ে চিকিৎসার প্রয়োজন হলে নম্বর- ৭৬৭৭৭১৩৯
একইসঙ্গে লেবানন প্রবাসীদের প্রাথমিক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখারও আহ্বান জানিয়েছে দূতাবাস।
Related News

ইরান প্রবাসী বাংলাদেশিদের জন্য হটলাইন চালু
বৈশাখী নিউজ ডেস্ক: ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি নাগরিকদের জন্য হটলাইন চালুRead More

পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিলেটেরRead More
Comments are Closed