ভূমিখেকো চক্রের হয়রানি বন্ধের দাবিতে ভূমি উপদেষ্টা বরাবর স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৫ নং ওয়ার্ডে অবস্থিত মোহাম্মদপুর আবাসিক এলাকায় ভূমিখেকো চক্রের হয়রানি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমি উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে এলাকাবাসী।
প্রায় শতাধিক ভুক্তভোগী পরিবার ৬ অক্টোবর সকাল ১১টায় মিছিল সহকারে সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারলিপি প্রদান করেন। স্মারলিপিতে উল্লেখ করে বলেন, প্রায় ৫০/৬০ বছর যাবৎ আমরা মৌরসী সূত্রে এবং মালিকানায় ক্রয় সূত্রে বর্তমান বসতবাড়ীতে বসবাস করে আসছি। গত কয়েকবছর থেকে এলাকার কিছুসংখ্যক ভূমিখেকো সাবেক আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় সাধারণ মানুষদের নানাভাবে বিভিন্ন সময়ে হয়রারি করে চলেছে। তাদের হামলা মামলায় অতিষ্ট হয়ে গত বছর পুলিশ কমিশনার সিলেট মহোদয়ের শরণাপন্ন হইলে তাঁহারা সরজমিনে তদন্ত করে রিপোর্টে বলেন উক্ত ভূমিতে প্রায় শতাধিক পরিবার বসবাসরত আছেন এবং প্রত্যেকেই ১৯৭৫ সালের পূর্ব হতে জায়গাটিতে বসবাস করে আসছেন। তারা সকলেই মৌরসী সূত্রে নতুবা ক্রয় মালিকানা সূত্রে বসবাস করে আসছেন। অপরদিকে ভূমিখেকোরা ২০১৩ সালের বিভিন্ন সময় ও বিভিন্ন তারিখের কতগুলি যোগাযোগকারী জাল কাগজপত্র সৃষ্টি করে হয়রানি করে চলছেন।
এলাকার স্থানীয় বাসিন্দা খোকন আহমদ (৪৮) বলেন, উনার বয়স পঞ্চাশ হতে চললেও উনার বাবা এবং পূর্বপুরুষ সকলেই বাংলাদেশ প্রতিষ্ঠার আগ থেকেই এই বসত ভিটায় জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন। কিন্তু হটাৎ জায়গার মালিকানা দাবিকৃতদের উনি বৈকি এলাকার কেউই চিনেন না। সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে সরকারের ছত্রছায়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুনের ধারাবাহিকতায় ভূমিখেকোরা বিভিন্ন জায়গায় জায়গা দখল, চর দখলে লিপ্ত হয়। যা তাদের নিত্যনৈমিত্তিক ঘটনা ছিল। বর্তমান স্বৈরাচারী সরকাল বিদ্যমান না থাকায় অন্তবর্তীকালীন সরকারের মাননীয় ভূমি উপদেষ্টা মহোদয়ের হস্তক্ষেপের মাধ্যমে বানোয়াট মিথ্যা মামলা প্রত্যাহার এবং ৩১ ধারা অনুযায়ি বর্তমান বসবাসকারীদের নামে রেকর্ড পুণঃস্থাপনের ব্যাপারে উদাত্ত আহবান জানান।
Related News

শাবিপ্রবি ছাত্রদলের নতুন সভাপতি রাহাত, সম্পাদক নাঈম
শাবি সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিরRead More

সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেড’র মানববন্ধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে বীর চট্টলার কৃতী সন্তান ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়কRead More
Comments are Closed