সারাদেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি : মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানেই ওই ক্ষমতা প্রয়োগ করা উচিত।’ বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বানও জানান তিনি।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও প্রেস ক্লাবে ছাত্র-জনতার আন্দোলনে নিহতের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহযোগিতা করার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধ করেছিলাম পাকিস্তানের সঙ্গে, ২০২৪ সালে যুদ্ধ করতে হলো দেশের একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে। স্বৈরাচার হাসিনার সময়ে ২০১২ সাল থেকে আমাদের ওপর নির্যাতন করা হয়েছে। ৭০০-এর বেশি মানুষকে গুম করা হয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ সাধারণ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে নিঃস্ব করা হয়েছে। তাদের আমলে ঠাকুরগাঁওয়ে নয়জনকে হত্যা করেছে।’
তিনি বলেন, ‘সবার অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি নির্বাচন চাই। আগামীতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও পার্লামেন্ট দেখতে চাই। যাতে রাজনীতিবিদরা কাজ করতে পারেন, রাজনৈতিক অবস্থা ফিরে আসে।’
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব দলের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ে ছাত্র-জনতার আন্দোলনে নিহত চারজনের পরিবার এবং আহত ৪৩ জনের হাতে নগদ মোট ১৫ লাখ টাকা তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
Related News
১৯ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ ১৯ বছর পর দেশে ফিরবেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টাRead More
রাষ্ট্র সংস্কারে ১০ দফা প্রস্তাব জামায়াতের
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশের সংস্কার ওRead More
Comments are Closed