Main Menu

মৌলভীবাজারে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বাসা-বাড়িসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার গ্রাহক।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজারের কালাপুরে শেভরন গ্যাস ফিল্ডে যান্ত্রিক ত্রুটির কারণে এই সংকট দেখা দেয়।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন বলেন, গতকাল রাতে কালাপুরের শেভরন গ্যাস ফিল্ডে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে আমরা পাইপ দিয়ে হবিগঞ্জের সঙ্গে যুক্ত করি, যার করণে গ্যাসের চাপ কমে যায়।

জালালাবাদ গ্যাস মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের তথ্যমতে, মৌলভীবাজার সদরে প্রায় ৭ হাজার গ্রাহক রয়েছে। তাদের মধ্যে বাণিজ্যিক গ্রাহক ৭০০।

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী জানান, গ্যাসের সমস্যা সমাধানে কাজ চলছে।

Share





Related News

Comments are Closed