আবু সাঈদ হত্যার আসামী সুনামগঞ্জের দুই পুলিশ কর্মকর্তা
সুনামগঞ্জ সংবাদদাতা: রংপুরে আবু সাঈদ হত্যা ঘটনায় আসামী করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনকে। এরা দু’জনের বাড়ি সুনামগঞ্জে। আইজিপি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ও আব্দুল বাতেন’র বাড়ি মধ্যনগর উপজেলায়।
রোববার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনার প্রায় এক মাস পর আদালতে মামলার আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী। তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে তিনি এই আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
মামলার আবেদনে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর ডিআইজি আব্দুল বাতেনকে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই পুলিশের গুলিতে মারা যান আবু সাঈদ। তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
Related News
নবাবগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরে নবাবগঞ্জে কৃষি জমিতে কাজের সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সম্পর্কেRead More
মন্দিরে মানবঢাল হিসেবে কাজ করবে বিএনপির নেতা-কর্মীরা
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যেRead More
Comments are Closed