সিলেটে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ১৬

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক ও আশপাশে অবস্থানে নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৫ পুলিশ সদস্যসহ ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। এছাড়া ১জনকে আটক করেছে পুলিশ।
বর্তমানে শাবিপ্রবির গেটের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। এর আগে বেলা ১১টা ২০ মিনিট থেকে শিক্ষার্থীরা মদীনা মার্কেটসহ সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। মাঝে মাঝে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এদিকে পুলিশের সাঁজোয়া যান টহল দিতে দেখা গেছে।
বেলা সোয়া ১টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের দখল নিতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়।
শিক্ষার্থীদের পক্ষ থেকে ইট-পাটকেল ও পুলিশের পক্ষ থেকে গুলি-টিয়ার সেল নিক্ষেপ করা হয়।
একপর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এসময় একজনকে আটক করা হয়।
প্রায় আধা ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে পুলিশসহ প্রায় ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় আহতরা হলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিইপি বিভাগের শিক্ষার্থী রাফিদ, বাংলা বিভাগের শিক্ষার্থী নাঈম, পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী রাহিম, আইপিই বিভাগের শিক্ষার্থী শাফায়েত, জিওগ্রাফি বাংলা বিভাগের শিক্ষার্থী ও বাম দলের নেতা লুবনা, রসায়ন বিভাগের শিক্ষার্থী রহিম, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিম, ফরেস্ট্রি বিভাগের শিক্ষার্থী মাহিদ। এছাড়া তৌফিক নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন, তবে তিনি কোন বিভাগের শিক্ষার্থী তা জানা যায়নি। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাম জানা যায়নি।
এদিকে, সংঘর্ষের ঘটনায় ৫জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম) বলেন- শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ তাদের প্রতিহত করে। তাদের হামলায় আমাদের ৫ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের মাথায় আঘাত গুরুতর। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং একজনকে আটক করা হয়েছে। তবে সে বহিরাগত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
উল্লেখ্য সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ডেকেছেন। জরুরি সেবার যানবাহন ও অফিস ছাড়া সব বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন তারা।
Related News

শাবিপ্রবি ছাত্রদলের নতুন সভাপতি রাহাত, সম্পাদক নাঈম
শাবি সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ৭৬ সদস্য বিশিষ্ট কমিটিরRead More

সিলেটে শহীদ ওয়াসিম ব্রিগেড’র মানববন্ধন কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে বীর চট্টলার কৃতী সন্তান ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়কRead More
Comments are Closed