সিলেটে কৃষি ক্ষেত্রে এআইপি সম্মাননা ২০২১ পেলেন মোঃ সিরাজুল ইসলাম

বৈশাখী নিউজ ডেস্ক: কৃষি ক্ষেত্রে সিলেট বিভাগ থেকে এক মাত্র এআইপি সম্মাননা ২০২১ পেলেন ফলচাষী ফেঞ্চুগঞ্জের মোঃ সিরাজুল ইসলাম। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের সিরাজ বহুমুখী খামারের’ স্বত্বাধিকারী এবং একজন কৃষি উদ্বোক্তা। তিনি বানিজ্যিক খামার স্হাপনের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি ও সহজলভ্যকরন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখার জন্য এ সম্মাননা লাভ করেন।
রোববার (৭ জুলাই) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২১ সালের এআইপি সম্মাননা প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ এর হাত থেকে এ সম্মাননা গ্রহন করেন।
অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেন, “এআইপিপ্রাপ্ত গুণী ব্যক্তিরা হলেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। এমন ত্যাগী ব্যক্তিদের অবদানে আমাদের কৃষি এগিয়ে চলেছে। কৃষিকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সবসময় বাজেটে কৃষিকে প্রাধান্য দিচ্ছেন, ভর্তুকি অব্যাহত রেখেছেন।”
কৃষি সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুল রহমান চৌধুরী।
অনুষ্ঠানে তিনি বলেন, “প্রধানমন্ত্রী শুধু কৃষির তাগিদই দেননি, তিনি নিজেও গণভবনে কৃষিকাজ করেন। আমরা শাইখ সিরাজ সাহেবের অনুষ্ঠানে তা দেখেছি। এই সরকার কৃষিকে প্রাধান্য দিয়েই দেশ পরিচালনা করছে।
উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয় কর্তৃক ২০১৯ সালে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নীতিমালা প্রণীত হয়েছে। তার আলোকে ২০২০ সাল থেকে দেয়া হচ্ছে এ সম্মাননা।
২০২০ সালে এআইপি পেয়েছিলেন ১৩জন। আর ২০২১ সালে কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এআইপি (এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন-এআইপি) সম্মাননা পেয়েছেন ২২ জন।
Related News

এবার ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় চাল কিনবে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহে ৪ টাকা করে বাড়তিRead More

ছাতকে খিরা চাষে কৃষকরা স্বাবলম্বী
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিন খুরমা হলদিউরা গ্রামের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া ঘানুউড়াRead More
Comments are Closed