সাংবাদিক মো. ইউসুফ আলীকে সংবর্ধিত করলো ইসকন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের (বিপিজেএ) বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হওয়ায় সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলীকে সংবর্ধিত করা হয়েছে।
রোববার (৭ জুলাই) বিকালে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষে ইসকন মন্দিরে আলোচনা সভার আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশ। সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তার নেতেৃত্বে সিলেটের ফটো সাংবাদিকরা এগিয়ে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সুধিজন।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সহ-সভাপতি ও ইসকন, যুগলটিলা সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব বাবলু, বাংলাদেশ হিউম্যান রাইটর্স জার্নালিষ্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি সি কানন, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী রবিন পাল, সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলী। বিজ্ঞপ্তি
Related News

সিলেটে হাসপাতাল থেকে রোগী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বয়স্ক এক রোগী নিখোঁজ হয়েছেন। তারRead More

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকদের তিনRead More
Comments are Closed