কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক আহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বিশদ খান্দজানি (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার দমদমা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত বিশদ খান্দজানি উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কুরঙ্গ কুলিবস্তি এলাকার মৃত বাবুচান্দ খন্দজানির ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে কোম্পানীগঞ্জের দমদমা সীমান্ত দিয়ে চিনি চোরাচালান হয়। এতদিন রাতে চিনি চোরাচালান হলেও এবার তা দিনেদুপুরে শুরু হয়েছে। প্রতিদিনের মতো শুক্রবার বিকালে চিনি নিয়ে আসার জন্য ১২৫৯/২ এস পিলারের ওপারে যান ২০/২৫ জন লোক। সীমান্তের ওপারে একটি বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় বাগানের পাহারাদার চোর মনে করে তাদের দিকে গুলি ছুঁড়ে। এসময় বিশদ খান্দজানির পেটে গুলি লাগে। এয়ারগানের গুলি হওয়ায় পেটের এক পাশে লেগে কিছুটা আহত হয়। তখন তার সাথে থাকা অন্যরা দৌড়ে পালানোর সময় তাদের পায়ের নিচে পড়ে যায় বিশদ। এতে সে গুরুতর আহত হয়। তার হাতে-পায়ে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। পরে তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়। বিশদ খান্দজানির বাড়িতে খবর নিয়ে জানা যায়, তাকে শুক্রবার রাতে চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।
বিজিবি দমদমা ক্যাম্পের নায়েক সুবেদার রফিকুল ইসলাম জানান, আমরাও লোকমুখে শুনেছি একজন বাংলাদেশী খাসিয়ার গুলিতে আহত হয়েছে। তার বাড়িতে খবর নিয়ে জানতে পেরেছি সে সুস্থ আছে। গুরুতর আহত নয়। তিনি আরও বলেন আমরা জানতে পেরেছি সে লাকড়ি আনতে সেখানে গিয়েছিল।
Related News

সিলেটে উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায়Read More

সিলেটের ধোপাগুল ও জৈন্তাপুরে ৩৫টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জ্বালানী উপদেষ্টার নির্দেশনার একদিন পরই পৃথক অভিযানে অবৈধভাবে পরিচালিত ৩৫টি পাথরRead More
Comments are Closed