গোলাপগঞ্জে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে ৮ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সদস্যরা।
সোমবার (১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের হাতে স্মারকলিপি তুলে দেন পরিষদের সদস্যরা।
এসময় স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়, গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় শিক্ষিত বেকার যুবকদের গ্যাস ফিল্ডে চাকরি নিশ্চিত করা। গ্যাসকূপ সংলগ্ন এলাকায় পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানি উত্তোলন সমস্যার স্থায়ী সমাধান করা। বন্যার কারণে প্রতিবছর উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ায় সুরমা ও কুশিয়ারা নদী খননসহ নদীতে বাঁধ নির্মাণে দীর্ঘ মেয়াদি প্রকল্প গ্রহণ করা।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় তেল গ্যাস রক্ষা ও অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক রুহিন আহমদ খান, সদস্য সচিব আব্দুল লতিফ সরকার, পৌর কাউন্সিলর ফারুক আলী, সাবেক কাউন্সিলর জামাল আহমদ জালাল, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান আজম, জাহির উদ্দিন, মাহমুদুল মোস্তফা, মাছুদুর রহমান চৌধুরী, মুহাম্মদুল মোস্তফা, চয়ন চন্দ্র চয়ন, তাহেল আহমদ, হাবিল আহমদ, চান্দ মিয়া, নাজিম উদ্দীন, হোসেন আহমদ, সিদ্দেক আলী, আফছর আহমদ, আব্দুল কাদির, ফজলুর রহমান, রুমেল আহমদ, মিলাদ আহমদ, সাইদুর রহমান, আব্দুল কাদির প্রমুখ।
Related News
ভারতীয়দের বিক্ষোভে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানিসহ সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধRead More
এবছর সিলেটে এইডসে বেড়েছে মৃত্যুর সংখ্যা
বৈশাখী নিউজ ডেস্ক: রোববার (১ ডিসেম্বর) ছিলো বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে সিলেটে সরকারি-বেসরকারিভাবে নানাRead More
Comments are Closed