Main Menu

৯ বছরে ভারত সীমান্তে নিহত ২৯০ বাংলাদেশি: এইচআরএসএস

বৈশাখী নিউজ ডেস্ক : ২০১৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৯ বছরে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ২৭৭ জন বাংলাদেশি নিহত ও ২৬১ জন আহত হয়েছেন। এ ছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে ৮ মে পর্যন্ত নিহত হয়েছেন ১৩ বাংলাদেশি। অর্থাৎ গত ৯ বছর ৪ মাসের কিছু বেশি সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের হাতে ২৯০ বাংলাদেশি নিহত হয়েছেন।

মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পক্ষ থেকে বুধবার (৮ মে) এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে এইচআরএসএস।

সংগঠনের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বুধবার ভোরে তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও ঘটনার সুষ্ঠু বিচারের আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়, ভারতের বারবার প্রতিশ্রুতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও, এই দুঃখজনক ঘটনাগুলো উদ্বেগজনক হারে বছরের পর বছর ধরে ঘটছে।

Share





Related News

Comments are Closed