Main Menu

সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ফকির মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১জন আহত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফকির বিশ্বনাথ উপজেলার মান্দাবাজ গ্রামের আফতাব মিয়া ছেলে।

এ ঘটনায় সিএনজি চালক রাকিব (২২) গুরুতর আহত হয়েছে। সে সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্রীনগর গ্রামের সারু মিয়ার ছেলে।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জালালাবাদ থানাধীন মোল্লারগাও এলাকায় পিকআপ-সিএনজি অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফকিরকে মৃত ঘোষণা করেন। অপর আহত যুবক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য খন্দকার জাফর ইমাম।

 

Share





Related News

Comments are Closed