Main Menu

১৫ মাস পর কারামুক্ত জামায়াতের আমীর ডা. শফিক

বৈশাখী নিউজ ডেস্ক: ১৫ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. মো. শফিকুর রহমান।

সোমবার (১১ মার্চ) দুপুর ২টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এ সময় জামায়াতের আমীরকে শুভেচ্ছা জানাতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২২ সালের ১২ ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের এই নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে যাত্রাবাড়ী থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এইটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে তদন্তকারী কর্মকর্তা আবেদন করলে আদালত শুনানি শেষে সাত দিনের মঞ্জুর করেন। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Share





Related News

Comments are Closed