Main Menu

ডোমারে প্রথম প্রহরে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে নীলফামারীর ডোমার উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বাস্থ্য বিভাগ,মুক্তিযোদ্ধা কমান্ড, রাজনৈতিক দল,গনমাধ্যম কর্মীদের সংগঠনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন ও সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু,উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. রায়হান বারী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মনজুরুল ইসলাম চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও রাজনৈতিক নেতা-কর্মী, প্রতিষ্ঠান প্রধানসহ সর্ব সাধারন শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদ মিনারে উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed