Main Menu

কারামুক্ত বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী

বৈশাখী নিউজ ডেস্ক: কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ১টা ৫০ মিনিটে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১০ অক্টোবর রাতে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ওই সময় ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানিয়েছিলেন, ২৫ মে ধানমন্ডি থানায় বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুরে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

Share





Related News

Comments are Closed