Main Menu

প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার, সিলেটে ছাত্রলীগ নেতার মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে অপপ্রচারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিলেটের এক ছাত্রলীগ নেতা।

সিলেটের সাইবার ট্রাইব্যুনালে রোববার (৪ ফেব্রুয়ারী) দায়েরকৃত মামলার বাদি সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা ছাতক উপজেলার কালীদাসপাড়া গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য মো. আশা উদ্দিনের ছেলে আল মেরাজ পাপ্পু।

সিলেট জেলা জজকোর্টের আইনজীবী মোহাম্মদ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা আল মেরাজ পাপ্পু তার মামলায় অভিযুক্ত করেছেন মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ২নং ওয়ার্ডের হাটবন্ধ গ্রামের তৈয়ব আলীর ছেলে সাবেক শিবির নেতা মো. আরশাদ আলী, যুক্তরাজ্য ইস্ট লন্ডন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের মৃত মো. কাচা মিয়ার ছেলে মো. মিফতাহুর রহমান, জকিগঞ্জ উপজেলার পশ্চিম গঙ্গাজলের মাহমুদুর রহমানের ছেলে সিলেট জেলা যুবদল ও ছাত্রদলের সাবেক নেতা বর্তমানে লন্ডন যুবদলের সদস্য খালেদ আহমদ, বালাগঞ্জ উপজেলার মৃত আব্দুল মতলিব আলীর ছেলে সেন্ট্রাল লন্ডন যুবদলের সহসভাপতি মোহাম্মদ খালেদ মিয়া, বিয়ানীবাজার উপজেলার কানলি গ্রামের মৃত মৌলভী আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রদল নেতা মোহাম্মদ তাজুল ইসলাম, মৌলভীবাজারের বড়লেখা দৌলতপুর পকুয়া গ্রামের মো. ইলাছ আলীর ছেলে শিবিরকর্মী মোহাম্মদ জামিল হোসাইন, কুলাউড়া উপজেলার উত্তর কুলাউড়া গ্রামের মো. আব্বাছউদ্দিন চৌধুরীর ছেলে ও যুবদল কর্মী মোহাম্মদ জুনেদ উদ্দিন, বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় গোঘরাকান্দি গ্রামের আনোয়ার আলীর ছেলে ও শিবিরের সক্রিয় কর্মী আহমদ আলী ও ফেনী জেলার ছাগলনাইয়া চম্পকনগরের সামছুল হুদার ছেলে ছাগলনাইয়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আবছার।

মামলার আবেদনে ছাত্রলীগ নেতা পাপ্পু দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের ছবি বিকৃত করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির ইন্ধনদাতা।

অভিযুক্তরা যুবদল ও শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অনেক মামলা চলমান আছে।

বিভিন্নসময় সরকার বিরোধী রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিভিন্ন জায়গায় নাশকতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বিভিন্নসময়ে বিভিন্ন স্থান থেকে নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি বিকৃত করে ব্যঙ্গচিত্র আকারে সামাজিকমাধ্যমে প্রচার করেছে অভিযুক্তরা। এসব ব্যঙ্গচিত্রের সাথে মানহানীকর ও অশ্লীল উক্তি জুড়ে দিয়ে মানহানি করেছে।

এর মাধ্যমে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর হাতেগড়া দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অকল্পনীয় মানহানি হয়েছে। এ কারণে আমিসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীগণ দারুণভাবে মনোকষ্ট নিয়ে অসম্মানিতবোধ করে অভিযুক্তদের সকল অপপ্রচার প্রত্যাহারসহ ক্ষমা প্রার্থনার অনুরোধ করেছি। কিন্তু তারা প্রত্যাহার না করে উল্টো আমাকে ও অন্যান্য নেতাকর্মীদের প্রাণে মারার হুমকী দিয়ে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে, নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। বিভিন্নমাধ্যমে হুমকী-ধামকী দিচ্ছেন। তাই আমি অভিযুক্তদের বিরুদ্ধে সাইবার আইনের ধারা অনুসারে বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হলাম। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আদালতের কাছে।

আদালতের মামলার আবেদনের সাথে ছাত্রলীগ নেতা পাপ্পু তার বর্ণিত অভিযোগের পক্ষে দালিলিক স্বাক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ফেসবুকে প্রকাশিত অপপ্রচারের বিভিন্ন স্ক্রিনশটের অনুলিপি জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ মতিউর রহমান।

Share





Related News

Comments are Closed