Main Menu

সিলেটে দুটি চোরাই মোটর সাইকেলসহ আটক ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭ এপিবিএন) এর অভিযানে দুইটি চোরাই মোটর সাইকেলসহ চার যুবককে আটক করা হয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর পশ্চিম সুবিদ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে এপিবিএন।

আটক চার যুবক হলেন- দক্ষিণ সুরমার লাউয়াই এলাকার মোঃ জালালুল ইসলামের ছেলে আলীম উদ্দিন (২৫), রায়নগর মিতালী আবাসিক এলাকার কমর উদ্দিন লষ্করের ছেলে মোঃ রেদওয়ানউল হক লস্কর হৃদয় (১৮), বিশ্বনাথের চক কাশিমপুর গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে মোঃ কিবরিয়া আহমেদ তানভীর (২৫) ও মেঃ এনামুল হক (২৯)।

এসময় তাদের কাছ থেকে কালো রংয়ের ১৫০ সিসি Pulsar এবং সাদা-কালো রংয়ের ১৬০ সিসি Apache RTR মোটরসাইকেল জব্দ করা হয়।

এ ঘটনায় এস আই (নিঃ) আবুল বাশার বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি এজাহার দায়ের করেছেন।

Share





Related News

Comments are Closed