বিনামূল্যে জরায়ু-মুখ ক্যান্সার সনাক্ত করন পরীক্ষা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের সহযোগিতায় শহরের ঝুকিপূর্ন জনগোস্ঠীর শারীরিক পরীক্ষা, স্তন পরীক্ষা সহ ভায়া (VIA) পরীক্ষার মাধ্যমে জরায়ু-মুখ ক্যান্সারের পূর্ব-অবস্থা শনাক্তকরণ পরীক্ষা অনুষ্টিত হয়।
সারভাইকাল ক্যান্সার স্ক্রিনিং’) লক্ষ্যে বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার সায়দাবাদ ডিআইসিতে অনুস্ঠিত এই পরীক্ষায় মোট ৪০ জন ঝুকিপূর্ন নারী অংশ গ্রহন করেন ও প্রয়োজনীয় চিকিৎসা নেন।
আহছানিয়া মিশনের প্রতিষ্ঠা হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এঁর ১৫০তম জন্মবর্ষ উদযাপনের অংশ হিসেবে এ কার্যক্রমের আয়োজন করা হয়।
ঢাকা আহছানিয়া মিশনের সহকারী পরিচালক (স্বাস্থ্য ও ওয়াশ সেক্টর) ডা. নায়লা পারভীন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন বিশ্বে নারী মৃত্যুর প্রধান কারন গুলোর মধ্যে জরায়ু মুখ ক্যান্সারও একটি কারন তবে এটা প্রতিরোধ করা যায় সচেতনতা ও সময়মতো পরীক্ষার মাধ্যমে। এই রোগে আক্রান্ত হবার কারন এবং ঝুকিতে থাকা নারীদের শারীরিক সমস্যার লক্ষন ও চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও সকলকে অবহিত করেন।
তিনি আরও বলেন ‘যেহেতু এই স্ক্রিনিংটির মাধ্যমে জরায়ু মুখের ক্যান্সারের পূবাবস্থা নির্ণয় করা যায়, তাই সঠিক সময়ে স্ক্রিনিংটি করা সম্ভব হলে চিকিৎসার মাধ্যমে এই ক্যান্সারের নিরাময় করা সম্ভব।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন, আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের ব্যবস্থাপক মাহফীদা দীনা রুবাইয়া, ক্লিনিক ম্যানেজার ডা. ইশরাত শারমীন এবং এফএসডাব্লিউ প্রকল্পের টিম লিডার, মো: কামরুজ্জামান টেকনিক্যাল স্পেশালিষ্ট ডা. জান্নাতুল ফেরদৌস মার্ফী ও কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার, লায়লা ইয়াসমিন।
Related News

টাঙ্গাইলে সড়কদূর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহি সহRead More

কাঁচপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
Comments are Closed