Main Menu

দিরাইয়ে ভারতীয় ১৬০ বস্তা চিনিসহ আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে চোরাই পথে আসা চারটি পিকআপ ভ্যান ভর্তি ১০ লাখ টাকার ভারতীয় চিনিসহ চার চালককে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) ভোরে দিরাই বাজারের ব্যবসায়ী গোপাল রায়ের গুদামের পাশে দাঁড়িয়ে থাকাবস্থায় ১৬০ বস্তা চিনিসহ চারটি পিকআপ গাড়ি ও চারজন চালককে আটক করেন থানার এস আই তাপস চন্দ্র দাসসহ সংগীয় ফোর্স।

এ ব্যাপারে দিরাই থানায় চারজন চালকসহ পাঁচজনের নামে একটি মামলা রুজু করা হয়েছে। দিরাই থানা পুলিশ ভারতীয় চিনি আটকের ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করেছে।

দিরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে রোববার রাতেই খবর আসে একজন কালোবাজারির মাধ্যমে চোরাই পথে ভারতীয় চিনির বড় একটি চালান আসবে দিরাইয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চারটি পিকআপ ভ্যানের মাঝে ১৬০ বস্তা চিনি নিয়ে চারজন চালক দিরাই বাজারের ব্যবসায়ী গোপাল রায়ের গুদামে সামনে (দাউদপুর) দাঁড়িয়ে থাকে। চালকরা জানিয়েছে, বিশ্বম্ভরপুর উপজেলা থেকে মালামালসহ চারটি পিক-আপ নিয়ে তারা ভোরে দিরাই আসে। কথা ছিল বাজারে আসার পর দিরাই’র ব্যবসায়ী তাদের রিসিভ করবে। এর আগেই গোপন সংবাদে খবর পেয়ে দিরাই থানার এস আই তপন চন্দ্র দাস সংগীয় ফোর্স সহ চারজন চালক ও পিকআপ ভ্যানগুলো আটক করে থানায় নিয়ে আসেন।

আটককৃতরা হলেন, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সাতেরকোনা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র আল আমীন (২০), মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে মোঃ মঞ্জিল মিয়া (৪২), পদ্মনগর গ্রামের রবীন্দ্র দেবনাথের ছেলে প্রান্ত দেবনাথ (৩৪)। ধৃত চারজনই পিক-আপের চালক।

দিরাই থানার এস আই তপন চন্দ্র দাস বলেন, গোপন সংবাদে খবর পেয়ে দাউদপুর এলাকায় ৪টি পিকআপ ভর্তি ১৬০ বস্তা ভারতীয় চিনি আটক করা হয়। যার বাজারমূল্য রয়েছে প্রায় ১০ লাখ টাকা। ধৃত চারজন চালকসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed