Main Menu

গোলাপগঞ্জের মাদক সম্রাট আয়লাফের যাবজ্জীবন কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: মাদক মামলায় সিলেটের গোলাপগঞ্জের আয়লাফ আহমদ (৫০) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।এছাড়াও, আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আয়লাফ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার, গোলাপগঞ্জ পৌরসভার উত্তর রণকেলী গ্রামের মৃত আতাউর রহমান আতাই মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ই আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আয়লাফ আহমদের বসত ঘর থেকে ২লাখ ২৮ হাজার নগদ টাকা সহ মোট ১৭ লাখ ৩২ হাজার ৫০০ টাকা মূল্যের ৫ হাজার ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পার্থ সারথি দাস বাদী হয়ে ওই দিন রাতে মাদক আইনে মামলা দায়ের করেন। মামলাটি জিআর ১৪৬/২০২২ মূলে রেকর্ডভুক্ত করা হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা একই বছরের ১৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন( নং ১৮০)

মামলাটি আদালতে দায়রা ১৬/২০২৩ মূলে বিচারের জন্য রেকর্ড করে এ বছরের ২৯ জানুয়ারি আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।উক্ত মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. নিজাম উদ্দিন এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।

Share





Related News

Comments are Closed