সৌদি আরব গেলেন সেনাপ্রধান
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী ও সৌদি গেমস আয়োজক কমিটির সভাপতি আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সালের আমন্ত্রণে সরকারি সফরে সৌদি আরব গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
শনিবার (২৫ নভেম্বর) সকালে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
সফরকালে আগামী ২৬-২৭ নভেম্বর তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে সৌদি আরবে অনুষ্ঠিতব্য সৌদি ন্যাশনাল গেমস-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অবলোকন করবেন।
এ ছাড়া সেখানে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
সফর শেষে আগামী ২৮ নভেম্বর সকালে সেনাবাহিনী প্রধান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
Related News
ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ (২৪ জানুয়ারি)। জাতির মুক্তিসনদ খ্যাত ৬ দফা ওRead More
সব বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে আজ শুক্রবার বৈঠক ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।Read More
Comments are Closed