Main Menu

গোয়াইনঘাটে গাড়ি ভাড়া নিয়ে তর্ক, যাত্রীকে খুন করলো চালক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের হাতে এক যুবক খুন হয়েছেন। নিহত নাজিম উদ্দিন (২০) উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের পাতনি গ্রামের রহমত উল্লাহর ছেলে।

ঘাতক চালকের নাম সালেহ আহমদ (৫৫)। তিনি উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বড়ঘোসা গ্রামের মৃত ইছন আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে নাজিম উদ্দিন বঙ্গবীর-হাদারপার সড়কের স্থানীয় পীরেরবাজার হতে সালেহ আহমদের ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বাড়ির উদ্দেশ্যে পাতনী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নামেন। নাজিম উদ্দিন অটোরিকশা থেকে নেমে সালেহ আহমদকে ৫ টাকা ভাড়া দেন। এসময় সালেহ আহমদ নাজিম উদ্দিনের কাছে ১০ টাকা ভাড়া দাবি করলে দুজনেই তর্কে জড়িয়ে পড়েন।

কথা কাটাকাটির একপর্যায়ে সালেহ আহমদ রাস্তার পাশের এক মৎস্য খামারের বেড়ার বাঁশ দিয়ে নাজিম উদ্দিনের ঘাড়ে উপর্যুপরি কয়েকটি আঘাত করে পালিয়ে যায়।

খবর পেয়ে নাজিম উদ্দিনের পিতা-মাতা ও আত্মীয়-স্বজন নাজিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৮ নভেম্বর) ভোররাত ৪টায় মারা যান নাজিম উদ্দিন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে ওসি বলেন, এ ঘটনায় আসামীকে গ্রেফতারের জন্য গোয়াইনঘাট থানা পুলিশের দুইটি টিম অভিযান চালাচ্ছে। নিহত নাজিম উদ্দিনের মরদেহ ওসমানী ম‍েডিক‍্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Share





Related News

Comments are Closed