আতঙ্কের নাম প্লাস্টিক

শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সারা বিশ্বে ভয়াবহ এক আতঙ্কের নাম প্লাস্টিক দূষণ। এর ফলে পৃথিবীতে স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে, বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে প্রতিনিয়ত অসংখ্য প্রাণহানি ঘটছে। মাটিতে, নদীতে এবং সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে প্লাস্টিক।
প্লাস্টিক অপচনশীল বস্তু হওয়াতে খাল-বিল, মাটি, নদী-নালা, সমুদ্রে বা অন্য কোন জায়গাতে মিশেনা। নদীতে প্লাস্টিকের স্তর জমে নদী ভরাট হয়ে যাচ্ছে।এছাড়া মাইক্রো প্লাস্টিক বা ক্ষুদ্র প্লাস্টিক কণা বাতাসেও ভেসে বেড়ায়। এর ফলে বিশ্বব্যাপী পরিবেশের চরম বিপর্যয় নেমে এসেছে, বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী কোটি কোটি জীবন অকালে ঝরে যাচ্ছে।
মানব শিশু ভূমিষ্ঠ হচ্ছে বিভিন্ন জটিল রোগ নিয়ে, অনেকেই বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে। প্লাস্টিক আজ সারা বিশ্বের মানুষের জনসাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ।
প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা আনয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন লন্ডনের রেডব্রিজ এলাকার অধিবাসী পরিবেশবাদী মিস্টার রব। তিনি ইংল্যান্ডের পার্লামেন্ট ভবনের সামনে প্লাস্টিকের বিরুদ্ধে জনসচেতনতা আনয়নের লক্ষ্যে ‘প্লাস্টিক জনগণের শত্রু’, ‘প্লাস্টিক সারা বিশ্বের মানুষের জনস্বাস্থ্যের জন্য খুবই হুমকি স্বরূপ’, ‘প্লাস্টিক নিয়ন্ত্রণের বাহিরে’ এই ধরনের লেখা সংবলিত প্লে কার্ড বহন করছেন।
লেখক: সাবেক সহকারী রেজিস্ট্রার, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।
Related News

মৃত্যুর প্রথম রাত কেমন হবে
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারব না। আল কোরআনে আল্লাহ বলেন,Read More

পরকীয়া নিয়ে আল্লাহর সতর্কবার্তা
হাফিজ মাছুম আহমদ দুধরচকী: দেশের অর্থনৈতিক উন্নয়ন যে গতিতে এগোচ্ছে, ঠিক একই গতিতে ভাঙছে সামাজিকRead More
Comments are Closed