Main Menu

সিলেটে কালনী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে ট্রেনে কাটা পড়ে রিজওয়ান টিপু (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিববাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

টিপু নগরীর ২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার মৃত আমজদ মিয়ার ছেলে।

সিলেট জিআরপি থানার ওসি শাফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত দশটার দিকে স্টেশন সংলগ্ন শিববাড়ি এলাকায় পৌঁছলে ওই যুবক ট্রেনে কাটা পড়েন। ধারনা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed