Main Menu

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ রোববার (১ অক্টোবর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হবে আন্তর্জাতিক প্রবীণ দিবস।

এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এবার দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা।’

প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাণী দিয়েছেন। এতে তিনি বলেছেন, প্রবীণদের কল্যাণে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের উৎকর্ষ ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে দেশে প্রবীণের সংখ্যা বেড়েছে।

পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার প্রবীণদের প্রতি অত্যন্ত সংবেদন ও শ্রদ্ধাশীল।

তিনি বলেন, দেশে প্রবীণ নাগরিকদের সংখ্যা বাড়ার সঙ্গে তাদের চ্যালেঞ্জও বাড়ছে। যাদের শ্রম, মেধা, অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে, তাদের প্রতি দায়িত্ব পালন সবার নৈতিক দায়িত্ব।

শেখ হাসিনা আরও বলেন, প্রবীণ নাগরিকদের মর্যাদা, অগ্রাধিকারসহ সুযোগ-সুবিধার ক্ষেত্রে সরকার নানা কার্যকর পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি সরকারি চাকরিজীবীর বাইরে সর্বজনীন পেনশন ভাতা প্রবর্তন করেছে সরকার।

Share





Related News

Comments are Closed