সিলেটে খেলাফত মজলিসের মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে দলীয় মহাসচিব মামুনুল হকসহ উলামায়ে কেরামদের মুক্তি, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুক্রবার বাদ জুমআ’ অনুষ্ঠিত হয়।
বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিশাল মিছিল নিয়ে সিটি পয়েন্টে মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সভাপতি মাওলানা ইকবাল হুসাইন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দীর্ঘ ৩০ মাস যাবত আমাদের দলীয় মহাসচিব মামুনুল হক মিথ্যা মামলায় কারাবন্দি রয়েছেন। তিনি অবিলম্বে দলীয় মহাসচিবসহ বন্দি সকল আলেমদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
বিক্ষোভ মিছিল-সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ক্বারী মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ, মাওলানা কমর উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, সহ-সাধারণ সম্পাদক মুফতি মাওলানা মাহবুবুল হক, মহানগর সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা: মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েস আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি সৈয়দ নাসির আহমদ, মহানগর বায়তুল মাল সম্পাদক রোটারিয়ান মাওলানা ইলিয়াছুর রহমান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুননুর, জেলা অফিস সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, মহানগর অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মুহাম্মদ শাব্বির আহমদ, মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুয়াদ, মাওলানা আব্দুল মতিন, মুহাম্মদ আবুল কাশেম, হাফিজ হোসাইন আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মুহাম্মদ মেরাজ আলী, সুলতান আহমদ, মাওলানা মিফতাহুর রহমান চৌধুরী, মাওলানা হুসাইন আহমদ ইসলাহ, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা নজির আহমদ, মাওলানা ওমর ফারুক, মুহাম্মদ আব্দুল বাসিত, মুহাম্মদ আক্তার হোসাইন, জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News

জালালাবাদ রোটারী হসপিটালের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জালালাবাদ রোটারী হসপিটালের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন স্টাফরা। শনিবার (৮ জানুয়ারি)Read More

সিলেটে আবাসিক হোটেল থেকে ৩ নারী-পুরুষ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আবাসিক হোটেল থেকে তিন নারী-পুরুষকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবারRead More
Comments are Closed