‘সরকারী কাজে হাজার কোটি টাকা গচ্চার বিষয়টি খতিয়ে দেখার দাবী’
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, গত ৬ সেপ্টেম্বর ২০২৩ দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত ‘রেলওয়ের কেনা-কাটায় তেলেসমাতি’ শিরোনাম, যেমন- ৩৩৮ টাকার ডাস্টবিনের দাম ১৩,০০০ টাকা, ৭৭৮ টাকার ফ্লাই রেঞ্জ ৪,৪৫০ টাকা, ৩৫০ টাকার কোদাল ২,০০০ হাজার টাকা, ৩১৩ টাকার বালতি ১,৯০০ টাকা, ২০০ টাকার তালা ৫,৬০০ টাকা, ১৬৫০ টাকার পর্দা ১৮,০০০ হাজার টাকা। ১৯ সেপ্টেম্বর ২০২৩ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত ‘ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনায় হাজার কোটি টাকা গচ্চা’। ৬ আগস্ট ২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত টিসিবিতে ২৯৭ কোটি টাকার অনিময় দুই বছরে। নিরিক্ষা কমিটির প্রতিবেদন উৎস ভ্যাট না কাটায় সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৮৮ কোটি টাকা, রংপুর অফিসে ২ কোটি ৫৪ লাখ টাকা আত্মসাৎ। ১৩ আগস্ট ২০২৩ আজকের পত্রিকায় প্রকাশিত মাদরাসায় নিয়োগই হয়নি, বেতন গেল ১৪ কোটি টাকা, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক প্রয়াত শামীম আফজাল থাকাকালীন সময়ে ইফা’র ২৯টি খাতে মোট ৩৬৪ কোটি ২১ লাখ ১৯ হাজার টাকার অনিয়ম হয়েছে। মহাহিসাব নিরিক্ষক ও নিয়ন্ত্রকের অধিন শিক্ষা অডিট অধিদপ্তরের নিরিক্ষা প্রতিবেদনে উঠে আসে এসব তথ্য। ওই প্রতিবেদেনে বলা হয়েছে এক্ষেত্রে রাষ্ট্রের সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে ১৪০ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকা।
নেতৃবৃন্দ যেকোন প্রতিষ্ঠানের অনিয়ম কাম্য নয়। বিশেষ করে ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের অনিয়ম বড়ই লজ্জাজনক।
উপরে উল্লেখিত হাজার হাজার কোটি টাকার গচ্চার কারণে দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকার দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনায় হাজার হাজার কোটি টাকা গচ্চা, মহাহিসাব নিরিক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা প্রাতিষ্ঠানিক দুর্নীতির এক ভয়াবহ চিত্র বলে নেতৃবৃন্দ উল্লেখ করেন। অডিট রিপোর্টে যে অভিযোগগুলো তোলা হয়েছে তা সঠিক হলে নিশ্চয়ই এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরকে জবাব দিহিতার আওতায় আনতে হবে।
বিপুল পরিমাণ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করা হলেও অনিয়ম-দুর্নীতির কারণে রেলওয়ের সেবার মান উন্নত হয়নি। রেলওয়ের দুর্নীতিতে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছাড়াও পিছনে শক্তিশালী মহল রয়েছে।
নেতৃবৃন্দ সরকারি কাজে হাজার হাজার কোটি টাকা গচ্চার বিষয়টি খতিয়ে দেখার দাবী জানিয়ে বলেন, যাদের কারণে হাজার হাজার কোটি টাকা গচ্চা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করে সরকারের ক্ষতি পুষিয়ে নেয়ার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে কর আইনজীবির বাসায় চুরি, টাকা ও স্বর্ণাংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর সুবিধবাজার এলাকার লন্ডনি রোডে এক কর আইনজীবীর বাসায় চুরিরRead More
দুই বিধবার ঘর নির্মাণ করে দিল হেল্পিং হ্যান্ডস ডট ইউকে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ৪২নং ওয়ার্ডের পূর্ব শ্রীরামপুর এলাকার দুই বিধবা মহিলার নির্মাণ করেRead More
Comments are Closed