Main Menu

সিলেটে ছাদে বাগান করে সফল জোহরা মমতাজ বেগম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাদে বাগান করে সফল হয়েছেন জোহরা মমতাজ বেগম। তিনি উপজেলার শেরপুর গ্রামের সিদ্দিকুর রহমান চৌধুরীর সহধর্মীনি।

গত ২৩ জুলাই ঢাকার আগারগাঁওস্থ বনভবনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি জোহরা মমতাজের হাতে ক্রেষ্ট, সার্টিফিকেট, ৫০ হাজার টাকার চেকসহ অন্যান্য উপহারাদি প্রদান করেন। এ প্রাপ্তিতে ভীষণ খুশী জোহরা মমতাজ ও তাঁর পরিবার।

জোহরা মমতাজ বেগম ছোটকাল থেকেই নিজ বাড়ির আঙ্গিনা, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী এমনকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা জাতের গাছের চারা রোপন এবং রক্ষণাবেক্ষণ করে আসছেন। গ্রামের বিদ্যালয়ের ২ ছেলে শামস ও শ্যামল এবং ১ মাত্র মেয়ে শামসিয়ার পড়ালেখা শেষ হলে তাদের উচ্চ শিক্ষার মাধ্যমে মানুষ করার লক্ষ্যে সৌদি প্রবাসী ব্যবসায়ী স্বামী সিদ্দিকুর রহমান চৌধুরীর অর্থায়নে শহরতলীর পীরের বাজার এলাকায় ইউনাইটেড হাউজিং এ স্ব-উদ্যোগে বাড়ি নির্মাণ করেন।

দৃষ্টিনন্দন এ বাড়ীর ছাদ এবং আশপাশ এলাকায় গাছ-গাছালি লাগিয়ে বাড়ীটির সৌন্দর্য্য বৃদ্ধি করতে সক্ষম হন এ গৃহীনি। তাঁর বাড়ীর ছাদের উৎপাদিত ফল-ফুল, শাকসবজি আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে বিতরণ করে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জোহরা মমতাজ বেগম।

তার এ ব্যতিক্রমী ছাদের বাগানে সরকারের নজর পড়ে, নানা পরীক্ষা-নিরীক্ষা করার পর সিলেট থেকে ঢাকায় ডেকে নিয়ে তাঁকে জাতীয়ভাবে পুরস্কৃত করা হয়।

সহজ, সরল, সাদাসিধে জীবন যাপনে অভ্যস্থ জোহরা মমতাজকে তাঁর এ প্রাপ্তির পিছনে কার অবদান সবচেয়ে বেশী প্রশ্ন করা হলে তিনি তাঁর স্বামী, ছেলেমেয়েদের কথাই বলেন অকপটে। সম্ভবত সিলেট অঞ্চলে ছাদে বাগান করে তিনি প্রথম বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিরল সম্মানের অধিকারী হলেন। এ প্রাপ্তিতে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে অন্যান্য গৃহীনিরাও ছাদ বাগান করতে এগিয়ে আসবেন এবং ফল-ফুলে দেশকে সমৃদ্ধ করবেন বলে আশাবাদী সচেতন মহল। বিজ্ঞপ্তি

 

 

 

Share





Related News

Comments are Closed