Main Menu

৭এপিবিএনে জুন মাসের শ্রেষ্ট অফিসার হলেন এএসআই রইছ উদ্দিন

বৈশাখী নিউজ ডেস্ক: ৭আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৭এপিবিএন) সিলেট এর জুলাই মাসের মাসিক কল্যাণ সভায় জুন মাসের শ্রেষ্ট অফিসার হিসাবে ৭আমর্ড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর প্রশাসন শাখায় কর্মরত এএসআই সঃ ক্লার্ক মোঃ রইছ উদ্দিনকে পুরস্কৃত করা হয়েছে।

ব্যাটালিয়নের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম তাকে পুরুস্কৃত করেন।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরীতে হিসাব শাখার সকল সদস্যকে, এএসআই সুমন আহমেদ, এএসআই মোঃ শহীদুল ইসলাম মন্ডল, নায়েক জীবন চাকমা, কনস্টেবল রিয়াদ বিন কুতুব, এবং কনস্টেবল মোস্তাক আহমেদকে পুরস্কার প্রদান করা হয়।

ফোর্সের কাজে উৎসাহ উদ্দীপনা তৈরী করতে গত কয়েকমাস থেকে ৭এপিবিএন এর অধিনায়কের নিজ উদ্যোগে এমন পুরস্কার দেওয়া হচ্ছে।

বুধবার (২৬ জুলাই) সকাল ১০টায় ৭ আর্মড ব্যাটালিয়ান সিলেটের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর সভাপতিত্বে অস্থায়ী সদর খাগড়াছড়িতে অনুষ্টিত এই মাসিক কল্যান ও অপরাধ সভায় উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী আব্দুর রহীম, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট থেকে অনলাইনে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম। এছাড়া ব্যাটালিয়ন সদর লালাবাজার সিলেট ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট ক্যাম্প থেকে অনলাইন এবং অস্থায়ী সদর খাগড়াছড়ি থেকে সহকারী পুলিশ সুপারগন, পুলিশ পরিদর্শকগনসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে খন্দকার ফরিদুল ইসলাম সাইবার ক্রাইম রোধ, মাদকদ্রব্য উদ্ধারসহ অপরাধ দমনে সবাইকে আরো জোরালো ভাবে কাজ করতে নির্দেশ প্রদান করার পাশাপাশি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সহ-অধিনায়ক, পুলিশ সুপার কাজী আব্দুর রহীম এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামসহ সহকারী পুলিশ সুপার, পুলিশ পরিদর্শকগন বক্তব্য রাখেন।

৭আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেট এর মিডিয়া উইংয়ের এএসআই ক্লার্ক মোঃ পাবেল বিষয়টি নিশ্চিত করেন।

Share





Related News

Comments are Closed