Main Menu

সিলেটে ভূমিকম্প অনুভূত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে মাত্রা কম হওয়ায় এটি অনেকেই টের পাননি। কোথাও কোন ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।

গত রোববার (১৬ জুলাই) রাত ৮টা ২৩ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪.২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভারতের মেঘালয়ার পূর্ব নংস্টইন।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের রেডিও মেকানিক ইকবাল আমহদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. সজিব হোসাইন।

সংশ্লিষ্টরা বলছেন, ভূমিকম্পের ধরণ হালকা হওয়ায় সিলেট অঞ্চলের বেশিরভাগ মানুষেরই এটি অনভূত হয়নি। ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দু-একজনকে বিষয়টি উল্লেখ করতে দেখা গেছে।

 

Share





Comments are Closed