Main Menu

ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর বিএনপির মতবিনিময়

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে পারবে না। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনতার বিজয় নিশ্চিত। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলকে দমিয়ে রাখতে সিলেটে গণগ্রেপ্তার চালানো হচ্ছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে তল্লাশীর নামে বিএনপির দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়ীতে পুলিশী হয়রানী চলছে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবে না। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ১৯ মে সিলেট জেলা ও মহানগর বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচী সফল করা হবে। এজন্য মহানগরের ২৭টি ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।

সোমবার (১৫ মে) রাতে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় নগরীর তাতীপাড়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির শাহীন, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মতিউল বারী চৌধুরী খুর্শেদ, আফজাল উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ১৭নং ওয়ার্ড সভাপতি মঞ্জুরুল ইসলাম, ১৫নং ওয়ার্ড সভাপতি শুয়াইব আহমদ সুয়েব, ২০নং ওয়ার্ড সভাপতি লুৎফুর রহমান মোহন, ৪নং ওয়ার্ড সভাপতি মিজান আহমদ, ২৬নং ওয়ার্ড সভাপতি আখতার রশিদ চৌধুরী, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ২৭নং ওয়ার্ড সভাপতি নাজিম উদ্দিন, ২১নং ওয়ার্ড সভাপতি খায়রুল ইসলাম (খায়ের), ২৪নং ওয়ার্ড সভাপতি আব্দুর রহিম মল্লিক, ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ লাকী, ২২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ১৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মুরাদ, ২১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মালিক সেকু, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ২৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছাব্বির আহমদ, ১৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল, ১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিনহাজ পাঠান, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ২১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, ২৭নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মঈন খান, ১০নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রব, ৯নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল আলম। এছাড়া সভায় মহানগর বিএনপির আওতাধিন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ১৯ মে বিএনপি কেন্দ্র ঘোষিত সিলেট জেলা ও মহানগরের বিক্ষোভ কর্মসূচী সফলের লক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়।

Share





Related News

Comments are Closed