Main Menu

ঢাকার বিজিবি মার্কেটে আগুন, একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় বিজিবি মটরপার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৭ এপ্রিল) ১০টা ২৫ মিনিটে এ ঘটনার সূত্রপাত ঘটে। পরে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ তথ্য নিশ্চিত করেন ফায়ার কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাহিনীটি সোমবার সকাল ১০টা ২৫ মিনিটে আগুন ধরার খবর পায়। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ১০টা ৩৫ মিনিটে।

তিনি আরও জানান, বাহিনীর ছয়টি ইউনিট বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নির্বাপণ করা হয় বেলা ১১টা ২৫ মিনিটে। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনতাও ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, এ আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

রাজধানীতে গত কয়েক দিনে বেশ কয়েকটি আগুনের ঘটনা ঘটেছে। শনিবার ভোরারাতে আগুন ধরে নিউ সুপার মার্কেটে। রোববার রাতে আগুন লাগে শেরেবাংলা নগর থানাধীন বিএনপি বাজারে। সোমবার সকালে একই ধরনের ঘটনা ঘটে উত্তরায়।

 

Share





Related News

Comments are Closed