গোলাপগঞ্জে গাছে গাছে আমের মুকুল, বৃষ্টি না হলে ক্ষতির আশংকা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গাছে গাছে আমের মুকুলের মৌ মৌ গন্ধ। উপজেলার সর্বত্র আম গাছ গুলোতে সোনালী রংঙের আমের মুকুল শোভা পাচ্ছে। বৃষ্টি না হওয়ায় মুকুল এমনিতেই ঝরে পড়ায় আমের উৎপাদন ব্যহত হওয়ার আশংকা রয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার সর্বত্রই আমের গাছ রয়েছে। সুস্বাদু ফল আমের চারা রোপনে সর্বস্তরের জনগনের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলের বিশেষ জাতের ও উচ্চ ফলনশীল আমের চারা বিগত কয়েক বছর ধরে গোলাপগঞ্জের বিভিন্ন এলাকায় ব্যাপক হারে রোপন করা হয়েছে। এ জাতীয় আমের গাছ রোপনের মাত্র বছর, দু-বছরের মধ্যেই ফলন আসে বলে স্থানীয় জাতের চেয়ে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন জাতের আমের চারা গোলাপগঞ্জের মানুষ বেশ আগ্রহ ভরে সংগ্রহ করে থাকেন।
অন্যান্য বারের চেয়ে এবার গোলাপগঞ্জে আমের গাছ গুলোতে মুকুলের সংখ্যা অধিক। মুকুল ঝরে না পড়লে ও যথাসময়ে বৃষ্টি হলে গোলাপগঞ্জে এবার আমের বাম্পার ফলন হবে বলে উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়।
গোলাপগঞ্জে প্রায় আড়াই হাজার ছোট বড় ও মাঝারি আকারের টিলা রয়েছে। একেকটি টিলা যেন একেকটি ফলের বাগান। বিশেষ করে ঐ সব টিলা গুলোতে বিগত এক যুগ বা তার চেয়ে বেশি দিন ধরে উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের আমের চারা রোপন করায় সহজেই ভাল ফলন পাওয়া যাচ্ছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে গোলাপগঞ্জে বিগত ১০ বছরে লক্ষাধিক আমের চারা রোপন করা হয়েছে। প্রতি বছরই বিভিন্ন এলাকায় এর সংখ্যা কেবল বৃদ্ধি পাচ্ছে।
গোলাপগঞ্জে যে হারে আমের চারা রোপন করে বাগান করা হচ্ছে তা অব্যাহত থাকলে এ উপজেলা থেকে উৎপাদিত আম এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রয় করা সম্ভব হবে বলে প্রাপ্ত তথ্যে জানা যায়। এক্ষেত্রে প্রবাসীরা বেশ আগ্রহী হয়ে বাগান করতে দেখা যাচ্ছে।
গোলাপগঞ্জের টিলাগুলো আম চাষের খুবই উপযোগী, ফলে ঐ সব টিলায় আমের ফলন বেশ ভাল হয়ে থাকে।
গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম এ প্রতিবেদককে জানান কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে যোগাযোগ অব্যাহত আছে। আম চাষে কৃষকদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করা হচ্ছে। প্রাকৃতিক দূর্যোগ না হলে এবার আমের ফলন বেশ ভালই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Related News

পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি, কৃষকের মুখে হাসি
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে দীর্ঘদিন খড়ার পর স্বস্তির বৃষ্টিতে আমন ধানেরRead More

নেত্রকোণায় বস্তায় আদা চাষ করে সাড়া জাগিয়েছেন নাসিমা আক্তার
মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণায় ২০২১ সালে ইউটিউব দেখে ২০২২ সালে বাড়ি পাশে পরিত্যক্তRead More
Comments are Closed