Main Menu

পঞ্চগড়ে মৌসুমি ফল আম ও লিচুতে প্রচুর মুকুল ধরেছে

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: বসন্ত ঋতুর শুরুতেই আম ও লিচুর প্রচুর মুকুল ধরেছে জেলার আম ও লিচু বাগানাগুলোতে। জেলার প্রত্যন্ত অঞ্চলের আম ও লিচুর বাগান গুলো প্রচুর পরিমাণ মুকুল আসায় বেশ খুশি আম ও লিচু বাগানের মালিকরা। তারা আম ও লিচুর মুকুল গুলো রক্ষার জন্য পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। অনেক বাগান মালিক গাছে পানি দেওয়া থেকে শুরু করে মুকুল গুলো ধরে রাখার জন্য বিভিন্ন প্রকার ওষুধ ব্যবহার করছেন।

আম ও লিচুর বাগানের মালিকরা জানিয়েছেন, আবহাওয়া অনুকুলে থাকলে ও ঝড় বৃষ্টি না হলে আম ও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। আম ও লিচুর পাশাপাশি জাতীয় ফল কাঠালেও প্রচুর ফল দেখা যাচ্ছে সমগ্র জেলায়।

Share





Related News

Comments are Closed