ফ্যাশন যখন শাড়ি

আসিফ আল-মামুন: গ্রাম বাংলার নারী থেকে হালের ফ্যাশনে কম বেশি সব নারীরই প্রথম পছন্দ থাকে শাড়ি। তবে বয়স ও রুচি ভেদে বুনন ও রঙটা আলাদা।
তবে শাড়ির বৈচিত্র্যর কথা এলে সুতি শাড়ির কোনো জুড়ি নেই। সুতি শাড়ি পরা ও রং বাছাইয়ে প্রতিটি নারীর মনে একটু খটকা থেকেই যায়। এ জন্য অনেকেই নিজের পছন্দের সুতি শাড়িটি বাছাই করতে পারেন না। মনে রাখবেন, সুতি শাড়ি নানা রকমের হয়। যেমন- তাঁত, কোটা, চেক এবং জামদানি। আঁচল এবং পাড়ের ধরনও থাকে ভিন্নতা। আবার সুতি শাড়িতে ব্লকপ্রিন্ট, বাটিক, স্ক্রিনপ্রিন্ট, ভেজিটেবল ডাই, এমব্রয়ডারি করে আনা হয় রকমফের বৈচিত্র্য। সুতি শাড়ি কেবল ঐতিহ্যবাহীই নয়, স্টাইলিশও বটে।
বাঙালি নারীর সাজের পূর্ণতা কেবল শাড়িতে। ব্যস্ততার কারণে অনেকে শাড়ি এড়িয়ে চলেন। তবে এখন সময় পাল্টেছে। তরুণী থেকে শুরু করে সব বয়সী নারীরাই এখন নিজেকে রাঙিয়ে তোলেন বৈচিত্র্যময় শাড়িতে। অনেকেই কর্মস্থলে শাড়ি পরেন। তাছাড়া পার্টি কিংবা টুগেদার সব ধরনের আনুষ্ঠানিকতায় নারীর প্রথম পছন্দ শাড়ি। এক্ষেত্রে সময়টাও বিবেচনায় রাখতে হবে। গরমে আরামের শাড়ি হিসেবে বেছে নিতে পারেন পছন্দের সুতি শাড়ি। সুতি কাপড়ে বাতাস চলাচল করতে পারে এবং সহজে ঘাম শুষে নেয়। ফলে কড়া রোদেও আপনি থাকতে পারেন ঝামেলামুক্ত।
এছাড়া গরম কম, বৃষ্টিস্নাত দিনেও নিজেকে রাঙাতে পারেন সুতি শাড়িতে। আরামদায়ক সুতি শাড়ি নতুনত্ব এনে দেবে আপনার সাজে। বৈচিত্র্যময় সুতি শাড়ি যুগ যুগ ধরে বাঙালির উৎসব থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহারে সুতির শাড়ি শুধু নির্ভরতার প্রতীকই নয় বরং এই শাড়ি এখন ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ। সুতি শাড়ি যেমন আরামদায়ক, তেমনি এর রূপ ও রং বৈচিত্র্যে সব বয়সীদের জন্য মানানসই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সুতি শাড়ির আঁচল এবং পাড়ে নানা বৈচিত্র্য নিয়ে আসে বিভিন্ন ফ্যাশন হাউস। এ ছাড়া কুচিতেও থাকছে আলাদা ডিজাইন। এসব সুতির শাড়িতে থাকছে বাহারি নকশা।
বিভিন্ন ফ্যাশন ডিজাইনাররা বর্তমানে সুতি শাড়িতে এনেছেন কাঁথা স্টিচ, ফুলেল ও জামদানি প্রিন্ট, কুচি প্রিন্ট, অ্যাপ্লিক, গুজরাটি কাজের মতো বাহারি নকশা। এ ছাড়াও তারা ফ্যাশনে এনেছেন কোটা, নেট সুতি ও ফাইন সুতির কিছু শাড়ি। সুতির মতোই দেখাবে এবং আরামদায়ক এমন হাফ সিল্কের শাড়িও রয়েছে।
বাজারে বিভিন্ন দামের ও মানের সুতি শাড়ি রয়েছে। দেশীয় ফ্যাশর ঘর, বিবিয়ানা, সাদা-কালো, দেশাল, দেশী দশ, কে-ক্রাফট, অঞ্জনস, নগরদোলা, যাত্রা, অরণ্য, বাংলার মেলা ইত্যাদিতে বিভিন্ন ধরনের সুতি শাড়ি পাওয়া যাবে।
Related News

চুলের জেল্লা ফেরাতে জেনে নিন এই ঘরোয়া টিপস
আল-মামুন: খোঁপা হোক কিংবা খোলা চুল, কোনওটাই জমবে না চুলের জেল্লা না থাকলে। এমনিতেই সারাRead More

অকাল মৃত্যু ঝুঁকি কমাতে দিনে চার হাজার কদম হাঁটাই যথেষ্ট
লাইফস্টাইল ডেস্ক: দিনে মাত্র ৪ হাজার পা হাঁটলে যেকোনও কারণে মৃত্যু হওয়ার ঝুঁকি কমে। এখনRead More
Comments are Closed