Main Menu

সিলেটে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জন মারা গেছেন। সর্বশেষ চব্বিশ ঘন্টার মধ্যে তারা মারা যান।

শনিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এই তথ্য জানিয়েছে।

তারা জানায়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টার মধ্যে সিলেটে দুই ব্যক্তি করোনাক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫৫ জনে।

মৃতদের মধ্যে ওসমানী হাসপাতালে ১২৩ জনসহ সিলেটের ১০৫৯ জন রয়েছেন। এ ছাড়া সুনামগঞ্জের ৭৫ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৯ জন মারা গেছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় করোনাক্রান্ত হয়েছেন ৫ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৬৭ হাজার ৮৫৯ জন।

এদের মধ্যে ৬৬ হাজার ৩১৫ জন সুস্থ হয়ে ওঠেছেন।

0Shares

Related News

Comments are Closed