সুনামগঞ্জে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ রুটে বিআরটিসির বাস চলাচল বন্ধের দাবিতে শনিবার (১৩ াাগস্ট) ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট ডেকেছে সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। আর এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।
পরিবহণ মালিক-শ্রমিকদের দাবি, সিলেট-সুনামগঞ্জ রুটে বেসরকারি মালিকানাধীন উন্নতমানের বাস সার্ভিস চালু আছে। এ লাইনে যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা অনেক বেশি। সম্প্রতি বিআরটিসি বাস চলাচল করায় মালিক শ্রমিকরা আরও ক্ষতির মুখে পড়েছেন। তাই বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে ১৩ আগস্ট থেকে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এ ধর্মঘট নিয়ে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সিলেট-সুনামগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীরা মনে করছেন, নিজেদের ইচ্ছে মত ব্যবসা করার জন্য বাস-মালিক সমিতির লোকজন অন্যায্যভাবে এ ধর্মঘটের ডাক দিয়েছেন।
এ বিষয়ে নির্মল শর্মা নামে এক যাত্রী তার প্রতিক্রিয়ায় বলেন, বিআরটিসি বাস চালু হলে মনোপলি ব্যবসা করা যাবে না। কোনো ট্রিপেইতো যাত্রী কম নেওয়া হয় না। তাহলে তাদের লস হয় কিভাবে? প্রতিযোগিতা থাকলে যাত্রীদের ভোগান্তি লাঘব হবে, গাড়ির মালিক, ড্রাইভার ও হেলপারদের স্বেচ্ছাচারিতা বন্ধ হবে। তাই একজন যাত্রী হিসেবে এই ধর্মঘটের তীব্র নিন্দা জানান তিনি।
সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, এ রুটে বেসরকারি মালিকানাধীন বাস চালিয়ে কোনোমতে টিকে আছেন। বিআরটিসি বাস চলাচল করলে জেলার পরিবহন শ্রমিক, মালিক সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাই শ্রমিক মালিকদের দাবির প্রেক্ষিতে ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
Related News
সীমান্তে মানব পাচার চোরাচালান বন্ধে বিজিবি’র সমাবেশ
বিশেষ প্রতিবেদক: সীমান্তের এপার ওপার- অবৈধ অনুপ্রবেশ সব ধরণের চোরাচালান অপরাধমূলক কর্মকান্ড বন্ধে বর্ডার গার্ডRead More
তাহিরপুরে নিরপরাধ মানুষের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে ভুয়া সমন্বয়ক সেজে ব্যক্তিগত ও পারিবারিকRead More
Comments are Closed