ওসমানী হাসপাতালে রোগীর স্বজনকে সিকিউরিটি গার্ডের মারধর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মেয়ে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে হাসপাতালের চুক্তিভিত্তিক এক সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে।
বুধবার (১০ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে হাসপাতালের চার তলার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত নারী রুবেনা বেগম (২৭) ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযুক্ত সিকিউরিটি গার্ড চুক্তিভিত্তিক ‘যমুনা সিকিউরিটি কোম্পানী’তে চাকরি করেন বলে জানা গেছে। তার নাম মো. আলী।
আহত রুবেনা বেগম জানান, তিনি তার বাবাকে নিয়ে হাসপাতালে ভর্তি। ওইদিন রাতে ওয়ার্ডের ভেতর মেজেতে একটি বেড খালি পড়ে থাকতে দেখে শুয়ে পড়লে ওই সিকিউরিটি গার্ড তার সাথে খারাপ আচরণ করেন এবং কিল ঘুষি মারেন। পরে ওয়ার্ডের অন্যান্য লোকজন এসে তাকে উদ্ধার করেন।
অপরদিকে এ ঘটনায় ওই সিকিউরিটি গার্ডকে অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবর রহমান ভুঁইয়া।
তিনি বলেন, ঘটনা জানার সাথে সাথে হাসপাতালে থাকা পুলিশ ফাঁড়িতে বলেছি মামলা দায়ের ব্যবস্থা করতে। সাথে আমরা হাসপাতাল কর্তৃপক্ষ হিসেবে তাকে চাকরি থেকে বাদ দিয়েছি।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ভুক্তভোগীকে এজাহার দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।
Related News

দক্ষিণ সুরমায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রেরRead More

সিলেটে পিকআপ থেকে ছিটকে পড়ে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমায় পানবাহী পিকআপ থেকে ছিটকে পড়ে এক শ্রমিকের মৃত্যুRead More
Comments are Closed