Main Menu

শ্বশুরের দেওয়া অ্যাসিডে ঝলসে গেল পুত্রবধূর শরীর

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

বুধবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। অ্যাসিড নিক্ষেপে আহত ওই গৃহবধূ বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ওই গৃহবধূর নাম মাহমুদা খাতুন (২৫)। তার বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায়।

জানা যায়, হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেকতীবাড়ী এলাকার আব্দুল মালেক মিয়ার মেয়ে মাহমুদার সঙ্গে বিয়ে হয় একই উপজেলার টংভাঙা ইউনিয়নের গেন্দুকুড়ী গ্রামের আতোয়ার হোসেনের ছেলে হামিদুল ইসলামের। বিয়ের পর থেকে স্বামীর পাশাপাশি তার শ্বশুর-শাশুড়ির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছে ওই গৃহবধূর।

ওই কলহের জের ধরে বুধবার রাত ৯টার দিকে শ্বশুর আতোয়ার রহমান শাশুড়ি হামিদা বেগমের সহযোগিতায় ওই গৃহবধূর শরীরে অ্যাসিড নিক্ষেপ করেন এমন অভিযোগ ওই গৃহবধূর বাবা আব্দুল মালেক মিয়ার।

এতে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

হাতীবান্ধা থানা পুলিশেল ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর শুনে হাসপাতালে গিয়ে আহত গৃহবধূর অবস্থা দেখেছি। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed