গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী বিদ্যুৎতের লাইনম্যানের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (২৮) নামে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন ফেনির সোনাগাজি থানার মৃত নুরুল হকের ছেলে। তিনি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গোলাপগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রোববার দুপুরে ঢাকা দক্ষিণ ইউনিয়নের খর্দ্দাপাড়া তলাহাল গ্রামে জয়নাল মিয়ার বাড়ির সামনের রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে যায়। খবর পেয়ে সেখানে গিয়ে লাইনম্যান শাহাদাত হোসেন তার জোড়া দিতে বিদ্যুতের খুঁটিতে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক এলাকাবাসীর সহযোগিতায় তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ফয়জুল করিম।
Related News

খাদিমনগরে ডিএইচ ফাউন্ডেশনের অর্থসহায়তা প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিমনগরের অসহায় দরিদ্রের মধ্যে ৪ লক্ষ টাকা নগদ অর্থসহায়তাRead More

বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০০ পরিবারকে কেআইবি’র কৃষি সামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সিলেট জেলা শাখার পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ ৭০০Read More
Comments are Closed