Main Menu

ছাতকে রুহুল আমিন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি পালিত

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রুহুল আমিন ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি পালিত হয়েছে। রবিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ টাফিক পয়েন্টের রহমতুন নেছা মার্কেটে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি, জাতীয় কাব্যকথা সাহিত্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার প্রতিষ্টাতা সভাপতি আনোয়ার হোসেন রনি, বাংলাদেশ মোফাস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলার সভাপতি, জাতীয় দৈনিক ”ঢাকা প্রতিদিন” দি ডেইলি ”নিউজ মেইল” পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি ফজল উদ্দিন, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, রুহুল আমিন ফাউন্ডেশনের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জিনুক তরফদার, সুনামগঞ্জ জেলা অটো টেম্পু, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিনং-১৬৯৩) এর সদস্য খছরু মিয়া, গোবিন্দগঞ্জ চেয়ারম্যান মার্কেটস্থ এমআই ক্যাফের পরিচালক ইমরান আহমদ, বৈশাখী টেইলার্স এর পরিচালক আবুল হাসনাত প্রমুখ।

জানা যায়, উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মরহুম ছৈইদ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী পল্লীবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি রুহুল আমীন ২০১৬ সালের ৫ই ডিসেম্বর গঠন করেন রহুল আমিন ফাউন্ডেশন। তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত উদ্যোগে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব ও হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাবেন এমন প্রত্যাশা ব্যাক্ত করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আমীন।

Share





Related News

Comments are Closed