Main Menu
শিরোনাম
সিলেট জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন         শান্তিগঞ্জে কার খাদে পড়ে চালক নিহত, আহত ৪         গোলাপগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন         কমলগঞ্জে ঐতিহ্যবাহী চুঙ্গা পিঠা উৎসব         কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার         নবীগঞ্জে সিএনজির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু         শাবির ৩০০ শিক্ষার্থীকে আসামি করে পুলিশের মামলা         সিলেটে একদিনে করোনায় দুই শতাধিক রোগী শনাক্ত         রাষ্ট্রপতির কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘খোলা চিঠি’         বড়লেখায় পান গাছের সাথে এ কেমন শত্রুতা         শাবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন         শাবিতে পুলিশী হামলার প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন ছাত্রনেতৃবৃন্দ        

হোয়াটসঅ্যাপে চ্যাট লুকিয়ে রাখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক : অনেকেই প্রয়োজনীয় তথ্য হোয়াটসঅ্যাপে আদান প্রদান করেন। তবে ফোন আনলক করে কারও হাতে দেওয়া নিয়েই থাকে ভয়। যদি হুট করে কেউ এসব তথ্য দেখে ফেলেন, তাহলে বাধে সমস্যা।

তবে এর সমাধানও আছে। চলুন তাহলে জেনে নিই হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ চ্যাট লুকিয়ে রাখার কৌশল

১। প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন। হোম পেজের যেখানে চ্যাট লিস্ট সাজানো থাকে, সেখানের ডানদিকে তিনটি ডট দেখতে পাবেন। তাতে টাচ করুন।

২। এরপর Settings- অপশনে যান। সেখানে Account অপশনে টাচ করুন।

৩। এরপর Privacy নামের একটি অপশন পাবেন। তাতে ক্লিক করুন।

৪। প্রাইভেসি অপশনে প্রবেশের পর নিচের দিকে ‘Fingerprint Lock’ পাবেন। সেটিতে টাচ করুন।

৫। এরপর ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করুন।

৬। ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টারের পরেই আপনার হোয়াটস্যাপে ফিঙ্গারপ্রিন্ট লক চালু হয়ে যাবে। এরপর আপনি ছাড়া কেউ গোপন চ্যাট দেখতে পারবেন না।

0Shares

Related News

Comments are Closed