Main Menu

করোনায় একদিনে ইরানে ৫০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: মহামারী করোনাভাইরাস শুরুর পর থেকে একদিনে এতো মৃত্যু আগে দেখেনি ইরান। গত ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে দেশটির ৫শ’ মানুষের প্রাণ।

রোববার (৮ আগস্ট) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, দেশে করোনায় সংক্রমণেরও নতুন রেকর্ড হয়েছে।

মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬১৯ জন এবং মারা গেছেন অন্তত ৫৪২ জন। এ নিয়ে করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরানে আক্রান্ত পৌঁছেছে ৪১ লাখ ৫৮ হাজার ৭২৯ জনে এবং মারা গেছেন ৯৪ হাজার ১৫ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি বলেছেন, ইরানে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন অথবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ।

তিনি বলেছেন, করোনায় আক্রান্ত হয়ে যারা মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন আছেন, বর্তমানে তাদের মধ্যে ৬ হাজার ৪৬২ জনের অবস্থা আশঙ্কাজনক।

মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেছেন, ইরানজুড়ে এখন পর্যন্ত করোনা পরীক্ষা করা হয়েছে ২ কোটি ৬৪ লাখের বেশি মানুষের। এছাড়া একই সময়ে এই ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ২৫ লাখের বেশি ইরানি।

Share





Related News

Comments are Closed