শিক্ষাপ্রতিষ্ঠানে আবারো ছুটি বাড়ল

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা মহামারি পরিস্থিতির কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ল। চলমান ছুটি আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে, কওমি মাদ্রাসা এই ছুটির আওতায় থাকবে না।
শুক্রবার (১৫ জানুয়ারী) শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত বছরের ১৭ মার্চ থেকে দেশে করোনাভাইসের প্রকোপ বাড়তে শুরু করলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দফায় দফায় এ ছুটি বাড়ানো হয়। সর্বশেষ কওমি মাদ্রাসা বাদে অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা ছিল ১৬ জানুয়ারি পর্যন্ত। এবার আরও এক দফা ছুটি বাড়ানোর ঘোষণা এলো।
করোনা মহামারির মধ্যে এবার পঞ্চম ও অষ্টমের সমাপনী পরীক্ষা এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বার্ষিক পরীক্ষা হয়নি। এদিকে অষ্টমের সমাপনী এবং এসএসসি ও সমমানের ফলফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে।
Related News

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৪Read More

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত
সিকৃবি সাংদদাতা: পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ( সিকৃবি) সব পরীক্ষা স্থগিতRead More
Comments are Closed