জাতীয় পার্টি’র কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন বাবুল

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন সিলেটের ব্যবসায়ী অঙ্গণের সুপরিচিত মুখ ফিজা অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বাবুল।
রোববার জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি স্বাক্ষরিত এক পত্রে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক নজরুল ইসলাম বাবুলকে সদস্য হিসেবে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
পার্টির ৯ম জাতীয় কাউন্সিলে প্রদত্ত ও ক্ষমতা ও গঠনতন্ত্রের ১২ এর ৩ নং উপধারা অনুসারে তাকে সদস্য পদের এ মর্যাদা প্রদান করা হয়।
এর আগে জাতীয় পার্টিতে যোগদান করায় নজরুল ইসলাম বাবুলকে গত বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে নজরুল ইসলাম বাবুলকে পার্টিতে স্বাগত জানান পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
Related News

সিলেটে ৪ বিদ্রোহীকে বহিষ্কার করলো আ.লীগ
বৈশাখী নিউজ ডেস্ক: দলের সিদ্ধান্তের অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় সিলেটের গোলাপগঞ্জ ও জকিগঞ্জের ৪জনRead More

৫২ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী হলেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: চতুর্থ ধাপে নির্বাচন হতে যাওয়া ৫৬টি পৌরসভার মধ্যে ৫২টিতে মেয়র পদে চূড়ান্তRead More
Comments are Closed