ডোমারে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি পালন

মো: রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেডে উন্নীত করে নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন সহ টেকনিক্যাল পদমর্যাদার দাবীতে কর্ম বিরতী শুরু করেছে স্বাস্থ্য সহকারীরা।
বৃহষ্পতিবার (২৬ নভেম্বর) সকাল আটটায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡রে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ও দাবী বাস্তবায়ন পরিষদ ডোমার শাখার ব্যানারে ২জন স্বাস্থ্য পরিদর্শক, ২জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ৩৩ জন স্বাস্থ্য সহকারী হাজিরা খাতায় স্বাক্ষর করে কর্ম বিরতীতে অংশ গ্রহন করেন। এসময় তারা সকল সেবা দেওয়া থেকে বিরত থাকেন।
বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন ও বাংলাদেশ হেলথ্ ইন্সপেক্টর সেক্টোরাল এসোসিয়েশনের বাস্তবায়নে কর্ম বিরতীতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী ও বাহা’র সভাপতি আনজারুল হক, উপজেলা দাবী বাস্তবায়ন পরিষদের সভাপতি স্বাস্থ্য সহকারী সাদেকুজ্জামান প্রমূখ।
বক্তারা বলেন সারাদেশে একযোগে স্বাস্থ্য সহকারীরা দাবী আদায়ের লক্ষ্যে আজ ২৬ নভেম্বর সকাল ৮টা হতে কর্ম বিরতী শুরু করেছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্ম বিরতী চলতে থাকবে।
Related News

সাংবাদিক হিলালী ওয়াদুদ চৌধুরীর দাফন সম্পন্ন
মো রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: ঢাকা সাব-এডিটর কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও দৈনিকRead More

পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, প্রচন্ড শীত
মোঃ সফিকুল আলম দোলন, প্রতিনিধি ,পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ে মাঘ মাসের শুরুতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।Read More
Comments are Closed