দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ঠাকুরগাঁও সদর থানার এএসআই দুলাল চন্দ্র রায় (৪২) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১ টায় জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষীর হাট এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত এএসআই দুলাল চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার টেপরীগঞ্জ এলাকার হলেস্বর চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও থেকে মোটর সাইকেল যোগে দেবীগঞ্জে যাওয়ার সময় একটি দ্রুত গামী ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী দুলাল চন্দ্র রায় ঘটনাস্থলেই মারা যান।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল হাসান সরকার ট্রাকের ধাক্কায় এএসআই নিহতের বিষয়টি নিশ্চিত করেন এবং ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন।
Related News

সাপাহারে শিশু ও বয়স্কদের মাঝে কম্বল বিতরণ
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে এতিম, থ্যালাসামিয়া এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ওRead More

সাপাহারে পরিযায়ী পাখি সংরক্ষনে প্রয়োজন অভয় আশ্রম
মাহমুদুল হাসান, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিলে শীতের শুরুতেই পরিযায়ী পাখীরRead More
Comments are Closed