Main Menu

অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের সব প‌ত্রিকা বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: বকেয়া বেতন ও বোনাসের দাবিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) আন্দোলনের মুখে চট্টগ্রাম সংবাদপত্র মালিক পরিষদ সব সংবাদপত্র বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) হতেই চট্টগ্রামের পাঁচটি পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে পড়েছে। ঈদের বন্ধের আগে পত্রিকা বন্ধ হয়ে পড়ায় পরিবার পরিজন নিয়ে দুশ্চিন্তা বেড়েছে সংশ্লিষ্ট সাংবাদিকদের।

চট্টগ্রাম সাংবা‌দিক ইউনিয়‌নের সভাপ‌তি মোহাম্মদ আলী বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ন।

বন্ধ হওয়া পত্রিকাগু‌লো হ‌চ্ছে, দৈ‌নিক আজাদী, দৈ‌নিক পূর্ব‌কোণ, দৈ‌নিক পূর্ব‌দেশ, দৈ‌নিক সুপ্রভাত বাংলা‌দেশ ও দৈ‌নিক বীর চট্টগ্রাম মঞ্চ। মা‌লিক পক্ষ বুধবার (২৯ জুলাই) রা‌তে এ সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। এর আগে গত ২৬ মার্চ থে‌কে বন্ধ আছে দৈ‌নিক কর্ণফুলী।

সিইউজে সভাপ‌তি মোহাম্মদ আলী জানান, বোনা‌সের দা‌বি‌তে চট্টগ্রাম সাংবা‌দিক ইউনিয়ন আন্দোলন ক‌রে আস‌ছে। তারই ধারাবা‌হিকতায় বুধবার দৈ‌নিক আজাদীর মা‌লি‌কের বাসভবন ঘেরাও ক‌রা হয়। আজ বৃহস্প‌তিবার দৈ‌নিক পূর্ব‌কোণ ও দৈ‌নিক পূর্ব‌দে‌শের মা‌লি‌কের বাসভবন ঘোরাও করার কর্মসূচি ছিল। ‌কিন্তু মা‌লিক পক্ষ স্ব স্ব ইউনিট প্রধান‌দের স‌ঙ্গে বৈঠক ক‌রে সাংবা‌দিক‌দের দা‌বি মানার আশ্বাস দেয়। ফ‌লে ওই কর্মসূচি স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

তিনি জানান, সুপ্রভাত বাংলা‌দে‌শের সাংবা‌দিক‌দের তিন মা‌সের বেতন বাকি র‌য়ে‌ছে। কা‌রো কা‌রো ব‌কেয়া রয়েছে ৫-৬ মা‌স।

প্রসঙ্গত, চট্টগ্রা‌মের প‌ত্রিকাগু‌লোর মা‌লিকগণ সাংবাদিক কর্মচারীদের অর্ধেক বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়। সাংবা‌দিকরা পু‌রো বোনাস দা‌বি ক‌রে আস‌ছিল। সাংবা‌দিক‌দের দা‌বির প্রতি সংহ‌তি প্রকাশ ক‌রে আন্দোলনে যায় চট্টগ্রাম সাংবা‌দিক ইউনিয়ন।

Share





Related News

Comments are Closed